গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ মে, ২০১৮ ১৮:০৬

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আতঙ্কে দোকানপাট বন্ধ

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর শুনে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে উধাও হয়ে যান। আবার কেউ কেউ মেয়াদোত্তীর্ণ মালামাল অন্যত্র সরিয়ে ফেলেন।

শনিবার (২৬ মে) দুপুরে এ গোলাপগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশন ও খাদ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুল ইসলাম।

এতে বিভিন্ন অনিয়মের কারণে লাকি হোটেলকে ৫ হাজার টাকা, বনরাজ রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা ও দুজন মাছ ব্যবসায়ীকে দেড় হাজার টাকাসহ মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, পুরো রমজানজুড়ে উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত