জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ

২৭ মে, ২০১৮ ০৩:১২

গোলাপগঞ্জে মাটিতে মেঘের কুণ্ডলি, এলাকায় আতংক

সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দে মাটিতে মেঘের কুণ্ডলি নামার ঘটনা ঘটেছে। মেঘের কুণ্ডলিটির স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট।

শনিবার (২৬ মে) বিকাল ৪টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াইচক গ্রামে এ ঘটনা ঘটে। এসময় এলাকাজুড়ে আতংক বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে লক্ষণাবন্দ গ্রামের নোয়াইচক গ্রামের দক্ষিণ পাশের কৃষি জমিতে আকস্মিক আকাশ থেকে ধোয়ার মত একটি দীর্ঘ কুণ্ডলি দেখা যায়। এই দৃশ্য দেখে এলাকার অনেকেই আতংকিত হয়ে পড়েন। প্রথমে কুণ্ডলিকে গ্যাস বলে ধারণা করলেও পরে কাছ থেকে দেখেন এটি মেঘের কুণ্ডলি।

স্থানীয়রা জানান, মেঘের কুণ্ডলিটি ছিল বাঁকা চাঁদের মত। মাটিতে পড়ার সাথে সাথে কয়েক মিনিটের ভিতরে তা মিলিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, বিষয়টি আমি শুনেছি। মোবাইলে ধারণকৃত ভিডিওটিও আমি দেখেছি। আশ্চর্যজনক ঘটনা এটি।

আপনার মন্তব্য

আলোচিত