নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০১৮ ২০:১৭

৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন হবে কদমতলী বাস টার্মিনাল

নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এতে ব্যয় হবে প্রায় ৬০ কোটি টাকা। মঙ্গলবার সিটি করপোরেশনের বাজেট বক্তৃতায় এমনটি জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার বিকেলে নগরীর একটি হোটেলের হলুরুমে সিলেট সিটি করপোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করেন মেয়র আরিফ।

এসময় তিনি জানান, কদমতলী বাস টার্মিনালকে বিশ্ব ব্যাংকের অর্থায়ণে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংস্কার করা হবে। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের ডিজাইন করছেন বাংলাদেশের খ্যাতনামা প্রকৌশলীরা। এখানে যাত্রীদের জন্য রেস্ট হাউস থাকবে। এছাড়া যাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসক ও এম্বুলেন্স থাকবে।

এছাড়া প্রত্যেক রুট অনুযায়ী থাকবে আলাদা আলাদা বাস পার্কিং জোন, বাস প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা ব্যবস্থা।

বাজেট বক্তৃতায় মেয়র বলেন, নগরীর পারাইচকে ট্রাক টার্মিনালের নির্মাণ কাজও দ্রুত এগিয়ে চলছে। ২০১৯ সালের জুন মাসের মধ্যে এ কাজ শেষ হবে।

আপনার মন্তব্য

আলোচিত