নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০১৮ ০১:৫৯

নৌকা স্বাধীনতার প্রতীক, কামরান শুধু মাঝি: আসাদ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, একটি গণতান্ত্রিক দলে অনেকেই মনসোনয়ন চাইতে পারেন। কিন্তু আওয়ামী লীগ সবসময়ই ঐকবদ্ধ। ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী সিটি নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবো।

প্রধানমন্ত্রী বদরউদ্দিন আহমদ কামরানের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। এই নৌকা কামরান ভাইয়ের নয়, এটি আওয়ামী লীগের নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, শেখ হাসিনার নৌকা। ফলে আমরা ব্যক্তি দেখবো না, নৌকার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।

রোববার সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লিগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সাথে শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আসাদ। রোববার মাজার জিয়ারত ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন কামরান।

এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আসাদউদ্দিনও। তবে দল থেকে কামরানকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পেলেও কামরানের পক্ষের কাজ করবেন বলে জানান আসাদ।

আপনার মন্তব্য

আলোচিত