কমলগঞ্জ প্রতিনিধি

১১ জুলাই, ২০১৮ ১৯:২৮

কমলগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মপরিকল্পনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টি এইচ নিশিতা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. মুন্না সিনহা প্রমুখ।

এ সময় উপজেলার সংবাদকর্মী, জনপ্রতিনিধি, ইমাম ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৪ জুলাই সারা দেশের ন্যায় কমলগঞ্জ উপজেলায় ২১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার শিশুকে নীল রংয়ের ভিটামিন এ প্লাস ট্যাবলেট ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ট্যাবলেট খাওয়ানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত