গোলাপগঞ্জ প্রতিনিধি

১১ জুলাই, ২০১৮ ১৯:৫৪

গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী। জরিমানাকৃত ব্যক্তি আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র গৌছ উদ্দিন (৩৫)।

জানা যায়, দীর্ঘদিন থেকে ধারাবহরে নির্বিচারে টিলা কাটা হচ্ছিল। খবর পেয়ে গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে গৌছ উদ্দিনকে আটক করে পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ বন ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০এর ৬ (খ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

পরে জরিমানা আদায় করে মুচলেকার মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত