গোলাপগঞ্জ প্রতিনিধি

১১ জুলাই, ২০১৮ ২০:৫৪

গোলাপগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বুধবার (১১ জুলাই) দিবসটি পালন উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তউহীদ আহমদ, উপজেলা মেডিকেল অফিসার (এম.সি.এসপি) উচিত কুমার সিনহা।

এছাড়াও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত