সুনামগঞ্জ প্রতিনিধি

১২ জুলাই, ২০১৮ ১৭:৩৪

সুনামগঞ্জের দুর্গম ৬ উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শনিবার

সুনামগঞ্জে দুর্গম ৬টি উপজেলার ৩৫টি ইউনিয়নে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) অনুষ্ঠিত হবে শনিবার (১৪ জুলাই)।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১১টায় ইপিআই ভবনে এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা দুর্গম উপজেলা হিসেবে বিশ্বম্ভরপুরের দক্ষিণ বাদাঘাট, ধনপুর, সলুকাবাদ, দিরাইয়ের ভাটিপাড়া, চরানারচর, জগদল, কুলঞ্জ, তাড়ল, ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ, চামরদানি, বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ, জয়শ্রী, পাইকুরাটি, সেলবরস, মধ্যনগর, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার, দক্ষিণ দোয়ারাবাজার লক্ষ্মীপুর, মান্নারগাঁও, পান্ডারগাঁও, নরসিংপুর, শাল্লা উপজেলার আটগাঁও, বাহাড়া, হবিবপুর, শাল্লা, তাহিরপুর উপজেলার বালিজুড়ি, দক্ষিণ শ্রীপুর, তাহিরপুর, বড়দল, উত্তর বাদাঘাট, উত্তর শ্রীপুরসহ ৩৫টি ইউনিয়নের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান।

এ সময় প্রধান অতিথি সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, সুনামগঞ্জ জেলা পুরোটাই হাওরবেষ্টিত। তাই এখানে সরকার বিশেষ নজর দিয়েছে। বর্ষাকালে হাওর এলাকার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

তিনি আরও বলেন, জেলার ১১টি উপজেলার ৮৯টি ইউনিয়নের ২ হাজার ২৩০টি টিকাদান কেন্দ্র ও ১২টি স্থায়ী টিকাদান কেন্দ্র, ৩৬টি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৯০৩ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার ৫৫৬ জন, ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪৮ জন প্রতিবন্ধী, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৯৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে টিকা খাওয়ানো হবে।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ ডা. ননী গোপাল তালুকদার, মেডিকাল অফিসার ডা. আবুল কালাম ও জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক প্রমুখ। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত