নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০১৮ ১৯:৩০

অল্পের জন্য রক্ষা পেল সিলেটের ইবনে সিনা হাসপাতাল

সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতাল অল্পের জন্য বড়ধরনের দুর্ঘটনা থেকে ঘটনা থেকে রক্ষা পেল। আজ বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় হাসপাতালটির নিচ তলার নারীদের রক্ত সংগ্রহ কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন লাগে।

তবে হাসপাতালটিতে আগুন লাগলেও কোন বড়ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এর আগেই নিজেদের অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে আগুন লাগার সাথে সাথে রোগীদের দিক বিদিক ছোটাছুটি শুরু হয়ে যাই। ঘটনাস্থলে উপস্থিত সকলের চোখে মুখে তখন আতঙ্কের একটি ছবি ভেসে উঠে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে নারীদের রক্ত সংগ্রহ আগুন লাগে। পরে সাথে সাথেই আমরা নিজ উদ্যোগে সে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত