সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৮ ০০:০৫

সিলেটে সম্প্রীতি বাংলাদেশের সুধী সমাবেশ আজ

আবহমান কাল ধরে বাংলার মাটি তার শ্যামল বুকে যে সম্প্রীতি ধার করে এসেছে, সেই লোকায়ত ঐতিহ্যের চেতনা নতুন করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য সামনে রেখে সম্প্রীতি বাংলাদেশ গত ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে। বাঙালির জাতীয়তার চিরায়ত অসাম্প্রদায়িক ইতিহাস ও ঐতিহ্য বিপন্ন করতে একটি অপশক্তি তৎপর। অশুভ শক্তির এই অপতৎপরতা রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সমাজের সর্বস্তরে আজ ঐক্য প্রয়োজন। এই ঐক্য গড়ে তোলাই সম্প্রীতি বাংলাদেশ-এর লক্ষ্য।

সম্প্রীতি বাংলাদেশ তার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে সোমবার (১৬ জুলাই) বিকেল ৪টায় সিলেটের হাফিজ কমপ্লেক্সে সম্প্রীতি বাংলাদেশ এক সুধী সমাবেশের আয়োজন করেছে। সিলেটের সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ঢাকা থেকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), ঘাতক দালাল নির্মল কমিটির যুগ্ম সম্পাদক শহীদ কন্যা ডা. নুজহাত চৌধুরী।  

আপনার মন্তব্য

আলোচিত