কমলগঞ্জ প্রতিনিধি

১৭ জুলাই, ২০১৮ ১৯:০০

নারী উন্নয়নে অবদান রাখায় জনপ্রশাসন পদকের জন্য মনোনীত কমলগঞ্জের ইউএনও

নারী উন্নয়নে অসামান্য অবদান রাখায় জনপ্রশাসন পদক-২০১৮ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক।

জনসেবা সহজীকরন, বাল্যবিবাহ রোধ, নির্যাতিত নারী ও দূরবর্তী নারী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণসহ নারী উন্নয়নে বিভিন্ন কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে।

২৩ জুলাই ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাহমুদুল হকের হাতে এই পদক তুলে দিবেন বলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। অন্যান্য সকল কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ পদকে মনোনীত হওয়ায় কমলগঞ্জের বিভিন্ন সুধীমহল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হককে অভিনন্দন জানান।

আপনার মন্তব্য

আলোচিত