নিউজ ডেস্ক

১৮ জুলাই, ২০১৮ ১৪:৫৪

আমাকে জুজুর ভয় দেখাবেন না: আরিফ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাকে জুজুর ভয় দেখাবেন না। যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নগরীর উন্নয়নই লক্ষ্য, সেখানে সকল ষড়যন্ত্র বানের পানিতে ভেসে যাবে।

বুধবার (১৮ জুলাই) নগরীর মদিনা মার্কেট এবং সুবিদবাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় আরিফ আরো বলেন, সবসময় জনগণের কথা চিন্তা করেছি। নগরের উন্নয়নকে নিজের জীবনের অন্যতম মিশন হিসেবে নিয়েছি। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আজ এই বিশাল জনসমুদ্রে একটা কথা সুস্পষ্টভাবে বলছি, নগরের উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় নিজেকে উৎসর্গ করতে পিছপা হবো না।

গণসংযোগে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, সিলেটের মানুষের অভূতপূর্ব ভালোবাসা দেখে অভিভূত। প্রতিটি পাড়া প্রতিটি মহল্লায় জনসমুদ্র প্রমাণ করে আরিফুল হক চৌধুরীকে জনগণ কত ভালোবাসে। স্বত:স্ফূর্তভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। কোনো ষড়যন্ত্র করে বিজয় ঠেকানো যাবে না।

তিনি আরো বলেন, একটি অবাধ, সুষ্ট এবং নিরপেক্ষ নির্বাচন হলে আরিফুল হক চৌধুরীই হবেন সিলেটের কাণ্ডারি। আমরা ব্যক্তি আরিফুল হককে আপাদমস্তক চিনি। জনগণের প্রতি তাঁর কত ভালোবাসা। আমি সাধারণ জনগণের চোখে আরিফুল হক চৌধুরীকে নিয়ে স্বপ্ন দেখেছি। সিলেটবাসীর স্বপ্নের নগরের প্রয়োজনে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করুন।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আসপিয়া, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ডা. সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দিলাদার হোসেন সেলিম, সুনামগঞ্জ বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাবেক এমপি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা এডভোকেট শাহিনূর পাশা চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সুনামগঞ্জ জেলা
বিএনপির সাবেক সহ সভাপতি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সহ সভাপতি ওয়াকিমুল বারী গিলমান, রেজাউল হক, আনসার আহমদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, চট্টগ্রাম সিটি যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহামন, তাহির উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোতালেব খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সিলেট মহানগর বিএনপি নেতা সৈয়দ আব্দুল হাদী মাসুম, আফসর খান, উসমান গণী, আজিজ খান সজীব, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি
রায়হান আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত