কুলাঊড়া প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৮ ১৯:৫৭

সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু

৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ চালু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্রেনটি উদ্ধার করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।

এর আগে বুধবার বিকেল সোয়া ৩টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কুলাউড়া স্টেশন মাস্টার মফিজুল ইসলাম বলেন, বরমচাল স্টেশনের পাশে তেলবাহী ট্রেনের একটি বগি বিকেল সোয়া ৩টার দিকে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন নিয়ে ৬টার দিকে তেলবাহী ট্রেনটি উদ্ধার করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।

তিনি বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত মাইজগাঁও স্টেশনে এবং সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে হাজার হাজার যাত্রী নিয়ে তীব্র গরমে আটকা পড়ে। যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত