নিউজ ডেস্ক

১৮ জুলাই, ২০১৮ ২৩:৪৮

সিলেটে শিতালং শাহ ও দুর্বিন শাহ স্মরণ অনুষ্ঠান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে বুধবার (১৮ জুলাই) বিকাল ৫টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় মরমী গীতিকবি শিতালং শাহ ও দুর্বিন শাহ স্মরণ অনুষ্ঠানের।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

লোক গবেষক সঞ্জয় কুমার নাথের পরিচালনায় শিতালং শাহ ও দুর্বিন শাহ-এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক বিশিষ্ট কবি ও লোক গবেষক ড. মোস্তাক আহমাদ দীন। অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন দুর্বিন শাহ-এর পুত্র আলম শাহ।

আলোচনা পর্ব শেষে শিতালং শাহ ও দুর্বিন শাহ রচিত গান ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি এবং সিলেটের বিভিন্ন সংগঠনের সংগীত ও নৃত্যশিল্পীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত