নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০১৮ ২০:১১

৪১ কেন্দ্রের ফলাফলে কামরান এগিয়ে

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফলাফলে ৪১টি কেন্দ্রে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

সোমবার (৩০ জুলাই) রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

৪১টি কেন্দ্রে বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৩২৯৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ২৮৩৭১ ভোট। আরিফের থেকে ৪৬২৭ ভোটে এগিয়ে কামরান।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।

এদিকে নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের দুই বুথে সোমবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এই দুটি বুথে পুরুষ ভোটার ২ হাজার ৫ শত ৫৬ জন ও নারী ভোটার ১ হাজার ৯ শত ৫৭ জন।

এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত