নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০১৮ ২৩:২৩

ফলাফল স্থগিতের আবেদন মিসবাহ সিরাজের

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী এজেন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল স্থগিতের আবেদন জানিয়েছেন।

১২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা কালে রিটার্নিং কর্মকর্তা বরাবরে ফলাফল স্থগিতের এই আবেদন করেন তিনি।

এ সময় ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১২৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় বিএনপির ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৮৩ হাজার ৬শত ৪৯ ভোট এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকে বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮০ হাজার ৪ শত ৩ ভোট।

ফলাফল স্থগিতের ওই লিখিত আবেদনে লিখিত আবেদনে বলা হয়, স্থানীয়ভাবে আওয়ামী লীগের এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের সাথে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে ১০-১৫ হাজার ভোটের ব্যবধান রয়েছে। এতে করে নির্বাচনের ফলাফল না ঘোষণা করে পুনঃগণনার মাধ্যমে ফলাফল ঘোষণার আবেদন করা হয়।

এই লিখিত আবেদনটি নির্বাচন কমিশনে প্রদান করার পর মিসবাহ উদ্দিন সিরাজসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার স্থল ত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত