নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০১৮ ০১:১৮

মেয়র প্রার্থীদের কে কত ভোট পেলেন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। বাকি ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এই দুই কেন্দ্রে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার, তথ্যটি জানিয়েছেন সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান।

ঘোষিত ১৩২টি কেন্দ্রের মেয়র প্রার্থীদের ফলাফল-

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪ শত ৯৬ ভোট।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮ শত ৭০ ভোট।

নাগরিক ফোরামের প্রার্থী মহানগর জামায়াতে ইসলামির আমির এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯ শত ৫৪ ভোট।

ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন হাত পাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ১ শত ৯৫ ভোট।

সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই প্রতীকে পেয়েছেন ৯ শত ভোট।

নাগরিক নাগরিক কমিটির প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বাসগাড়ি প্রতীকে পেয়েছেন ৫ শত ৮২ ভোট। যদিও তিনি আরিফুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে পরে সরে দাঁড়ান।

সচেতন নাগরিক সমাজের প্রার্থী মো. এহছানুল হক তাহের হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ২ শত ৯২ ভোট।

এছাড়া স্থগিত হওয়া দুটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮ শত ৭৭ জন।

সিসিক নির্বাচনে ৩ লক্ষ ২১ হাজার ২১ হাজার ৭৩২ জন ভোটারের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লক্ষ ৯৮ হাজার ৬শত ৫৭ জন।

আপনার মন্তব্য

আলোচিত