ছাতক প্রতিনিধি

০৭ আগস্ট, ২০১৮ ২১:০৫

ছাতকে কাবাডি খেলার উদ্বোধন

ছাতকে বহুল জনপ্রিয় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামবাসীর উদ্যোগে খুরমা উচ্চ বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- দক্ষিণ খুরমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল খালিক।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল খালিক-এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম মারুফ আহমদের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আলী হোসেন মানিক, সমাজসেবী আবদুল মতিন, আফরোজ আলী, যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ, মুরব্বী আবদুল মান্নান, আবদুল মালিক, মাফিজ আলী, সাহেদ আলী, রাকিব আহমদ, আবদুস সালাম, সুরাব আলী, আবদাল মিয়া, উকিল আলী, মুহিন আহমদ ও আকিক মিয়া।

এসময় সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, খুরমা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু নোমান মাছরুর জিতু, শিক্ষক মাওলানা সুলতান নুর উদ্দিন ও সোহেল রানা, ছাতক প্রেসক্লাব সদস্য হেলাল আহমদ, সমাজসেবী আবদুস সামাদ, আকতার হোসেন, আপ্তাব আলী, মিনার হোসেন মনা, নাজমুল ইসলাম, জহিরুল ইসলাম, সাহেদ মিয়া, সায়েক মিয়া, মো. তুহা, জুয়েল আহমদ, আজিজুর রহমান, বাবুল আহমদ, মোফাজ্জল হোসেন, রুকন আহমদ, লিলু মিয়া, শানুর মোল্লা, ফাহিম আহমদ, আমিনুল ইসলাম, ফকির আলী, নুর আলী, তাজ উদ্দিন, পারভেজ আহমদসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

খেলায় এলাকার মোট ১৬টি কাবাডি দল অংশ নিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত