বিয়ানীবাজার প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৮ ১৮:২৬

বিয়ানীবাজারে জাতীয় শোক দিবস পালন

বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের সভাপতিতে উপজেলা কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ কলা, টিএইচও মোয়াজ্জেম আলী খান চৌধুরী, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সি প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত