সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৮ ২২:০০

ফেঞ্চুগঞ্জে ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আমার নির্বাচনী এলাকাকে ঢেলে সাজাতে আমার আন্তরিকতার অভাব নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনায় দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন। সরকারের যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে হবে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে ও বিকালে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩টি উন্নয়ন প্রকল্পের কাজ শেষে পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন, উপজেলা প্রকৌশলী রমাপ্রদ দাশ, সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, আব্দুল হাই খসরু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাইজগাও ইউপির প্যানেল চেয়ারম্যান আকরাম হোসেন, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারি, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পংকী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, শামসুদ্দিন, আব্দুল মছব্বির, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, নাসির উদ্দিন, নাসির উদ্দিন রিজু, আব্দুল আহাদ, জয়নাল আবেদীন, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, ফারহান সাদিক প্রমুখ।

এসময় ২৭ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার সড়ক সিসি ঢালাই, ৩১ লাখ টাকা ব্যয়ে ঘিলাছড়ায় শহীদ মুক্তিযোদ্ধা ফজলু মিয়া সড়ক ও ৭ লাখ টাকা ব্যয়ে কটালপুর সেনেরবাজার হাটসেড নির্মাণ শেষে উদ্বোধন করা হয়।

এছাড়াও এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত