বড়লেখা প্রতিনিধি

০৮ জুলাই, ২০১৫ ২১:০৯

বড়লেখায় ট্যুর-গাইড প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

বড়লেখায় আজ ৮ জুলাই বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের আয়োজনে হাকালুকি হাওর তীরের ৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও ২ দিন ব্যাপি ৪০ জনকে ট্যুর-গাইড প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।

ডেভেলপমেন্ট অব ফ্যাসিলিটিজ ফর বায়োডাইভারসিটি কনজারভেশন এন্ড ইকোট্যুরিজম ইন হাকালুকি হাওড়” প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

এদিন হাওর তীরের ৫০ কৃষকের মাঝে ১০ কেজি বীজ ধান, ১০ কেজি সার, ১টি নিড়ানি যন্ত্র ও ৪০ জন ট্যুর-গাইডকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় করা হয়েছে।
দুপুরে হাকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু’র সভাপতিত্বে ও বিট অফিসার মনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সহকারী বন সংরক্ষক মো: সারওয়ার আলম, রেঞ্জ অফিসার ইমাম উদ্দিন, হাকালুকি ফরেস্ট বিটের ফরেস্টার লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা সিরাজ উদ্দিন, ইউপি সদস্য সুজিত দাস, সঞ্জয় দাস, প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত