নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০১৫ ১৪:৪৪

রেলের অগ্রিম টিকিট : সিলেটে প্রতিদিন দুই হাজার সাতশ’ টিকেট

সিলেটের যাত্রীদের জন্য প্রতিদিন প্রতিদিন দু’হাজার সাতশ’ টিকেট বরাদ্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে এসব অগ্রিম টিকিট ক্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। সকাল ৯ টা থেকে সিলেট রেলওয়ে ষ্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

প্রথমদিন টিকিট পেতে খুব বেশি বেগ পেতে হয়নি যাত্রীদের। ভোররাত থেকে দু’একজন যাত্রী ষ্টেশনে আসলেও সকাল সাড়ে আটটা থেকে লাইনে দাড়িয়ে অপেক্ষা শুরু করেন অধিকাংশ যাত্রী। তবে সকাল নয়টা থেকেই টিকিট বিক্রি শুরু হওয়ায় ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। ৯ থেকে ১৩ জুলাই যথাক্রমে ১৩ থেকে ১৭ জুলাইয়ের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।

সিলেট রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার মো: আব্দুর রাজ্জাক সিলেট টুডেকে জানান, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ছয়টি আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। প্রতিদিন এসব রুটে প্রায় ২৭০০ করে টিকিট দেওয়া হবে। প্রয়োজনে অতিরিক্ত বগি সংযোজনের পরিকল্পনাও রয়েছে।

টিকিটের এই সংখ্যা যথেষ্ট বলে মনে করছেন রেলওয়ের এ কর্মকর্তা। এছাড়াও চাহিদা অনুসারে কিছু স্ট্যান্ডিং টিকিটের ব্যাবস্থাও থাকছে। টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এ কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত