ডেস্ক রিপোর্ট

০৯ জুলাই, ২০১৫ ১৫:৩৬

পরিবেশ রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি করতে হবে: কাউন্সিলর রেজওয়ান

সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেছেন, আমরা  প্রকৃতিকে ধ্বংস করার কারণেই আজ পরিবেশ বিপর্যয় ঘটেছে। আমাদেরকেই আবার দুর্যোগ থেকে উত্তরণ করতে হলে পরিবেশকে বাঁচাতে হবে। পাহাড়-টিলা, বন, জলাশয় রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সবাইকে নিয়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। সিলেট ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। 

৫নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ভার্ড-এর যৌথ উদ্যোগে “বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি প্রকল্প" ও ৮ম ডিপেকো কর্মপরিকল্পনা-এর আওতায় অক্সফাম এর সহযোগিতায় বৃহস্পতিবার (৯ জুলাই) বড় বাজার, ৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, সিলেটে ওয়ার্ড পর্যায়ে প্রকল্প অবহিতকরণ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন ভার্ডের ডিপেকো-৮ প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. ফজলুল হক,প্রজেক্ট অফিসার দেবাশীষ মজুমদার, মো. নজরুল ইসলাম। তিনি ডিপেকো-৮ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এডভোকেট লুৎফর রহমান, নজরুল ইসলাম বাসন, নিজাম উদ্দীন, সাজ্জাদুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ চৌধুরী, আহমেদুল কিবরিয়া বকুল, ইউসুফ আলী, আলমাস আহমেদ, আল আমিন, রাম প্রসাদ ঘোষ, শহীদুল ইসলাম, পপি আক্তার, রুনা বেগম, মিসবাহ আহমেদ, সাংবাদিক সাদিকুর রহমান সাকি, মুনমুন আক্তার, শাবু খান, আবু তাহের প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে আগত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সাংবাদিকসহ মোট ৩৮ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

উম্মুক্ত আলোচনায় ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

আপনার মন্তব্য

আলোচিত