নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০১৫ ১৭:০২

মানুষ হত্যার জন্য ট্রাইব্যুনাল গঠন করে খালেদার বিচার : সিলেটে অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর মন্তব্যে পর মানুষ হত্যা ও নৈরাজ্যের জন্য ট্রাইব্যুনাল গঠন করে খালেদা জিয়ার বিচার করা পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শর্তযুক্ত অর্থসহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ শর্তগুলোর মধ্যে রয়েছে- ৬ থেকে ১৪ বছর বয়েসী শিশুকে অবশ্যই স্কুলে যেতে হবে, শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবেনা এবং বাল্য বিয়ে করানো যাবেনা।

অর্থমন্ত্রী বলেন, সে মানুষ মেরেছে। এটা তদন্ত হচ্ছে। তদন্ত অনুযায়ী তার বিচার হবে। তবে কবে ট্র্যাইব্যুনাল গঠন করে এ বিচারকাজ শুরু হবে তা না বললেও পুলিশ তা বলতে পারবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

বাজেটে শিক্ষাখাতে কম বরাদ্ধ সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ খাতে বরাদ্ধ খুবই কম না,তবে কিছু কম হয়েছে। কিন্তু গত বারের চেয়ে বেশি বরাদ্ধ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত