নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০১:২৩

এক লাখ টাকার চুক্তিতে প্রবাসী আ.লীগ নেতা আহাদকে খুন!

এক লাখ টাকার চুক্তিতে নগরীর জিন্দাবাজারে কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদকে খুন করে পেশাদার খুনিরা।

এই হত্যা মামলা গ্রেপ্তার হওয়া মাসুদ রানা রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য জানিয়েছে।

গত ৩১ আগস্ট রাতে জিন্দাবাজারে আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে আব্দুল আহাদ আহাদ সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।

রোববার আদালতে মাসুদ রানার জবানবন্দি প্রদানের তথ্য জানিয়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপ কুমার চৌধুরী বলেন, আদালতে মাসুদ রানা জানিয়েছে এক লাখ টাকার বিনিময়ে সে তার সহযোগীদের নিয়ে আব্দুল আহাদকে হত্যা করে।

এসআই অনুপ কুমার চৌধুরী জানান, মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে গত ১০ সেপ্টেম্বর মুরাদ হোসেন রানাকে সিলেট নগরীর ঘাসিটুলা তার বন্ধুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ১১ সেপ্টেম্বর  আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে রোববার সে আদালতে আব্দুল আহাদ হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

জানা গেছে, মুরাদ হোসেন রানা সিলেট ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাবিন রাজা চৌধুরী গ্রুপের সক্রিয় কর্মী। তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামে।

আপনার মন্তব্য

আলোচিত