ছাতক প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৫০

চেলা নদীতে বালু উত্তোলন: ছাতকে ড্রেজারসহ আটক ৩

সুনামগঞ্জের ছাতকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ছাতক থানা পুলিশের এক অভিযানে চেলা নদী থেকে ড্রেজার মেশিনসহ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত তাহের আলীর পুত্র মোশাহিদ আলী (৫৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র রবি মিয়া (২৮) ও একই উপজেলার শরিফপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র বেলাল হোসেনকে (৩০) আটক করা হয়।

বিকেলে পুলিশের উপ-পরিদর্শক অরুণ কুমার দাস বাদী হয়ে আটক ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।

ছাতকের একাধিক বালু ব্যবসায়ীদের অভিযোগ, সরকারিভাবে বালু মহালে ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা থাকা সত্বেও একটি মহল স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বালু মহাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে স্থানীয় বালু ব্যবসায়ী ও বালতি শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেলা নদীর বালু মহালে অবৈধ ড্রেজার মেশিন চালানো বন্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত