সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০৯

‘পুলিশি হামলা ও গায়েবি মামলার পরিণতি ভালো হবে না’

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশি হামলা, ভাঙচুর, গুলি ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরতলীর টুকেরবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শান্ত সিলেটকে অশান্ত করতেই আওয়ামী নেতৃবৃন্দের নির্দেশে কতিপয় অতি উৎসাহী পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালাচ্ছে। কোন উস্কানি ছাড়াই সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশের ন্যক্কারজনক হামলা, ভাঙচুর, গুলি ও নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে সিলেটের রাজনীতিতে কলঙ্কের কালেমা লেপন করা হয়েছে। এছাড়া কোন ঘটনা ছাড়াই নগরীর থানায় থানায় কাল্পনিক ঘটনা সাজিয়ে নেতাকর্মীদের উপর গায়েবি মামলা দায়ের সরকারের বাকশালী আচরণের সর্বশেষ নগ্নথাবা। এর পরিণতি ভাল হবে না। অবিলম্বে সিনিয়র নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের উপর দায়েরকৃত গায়েবী মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দিন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক আ.ফ.ম কামাল, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা বিএনপির সহপরিবেশ সম্পাদক হেলাল আহমদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মারুফ আহমদ, হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী, যুবদল নেতা আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজা, যুবদল নেতা রাফি আহমদ, জাবেদ আহমদ, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা এস.কে শাহীন, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান, খালেদ মাহমুদ তুহিন, রেজাউল কাদির রেজা, আলি আহমদ রনি, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুকনুল ইসলাম শামিম, জেলা ছাত্রদল নেতা জাহিদ হাসান জাবেদ, মুন্না, শিহাব, জাহেদ আহমদ, আব্দুস সালাম, গিয়াস, জুবেল আহমদ, কামরান উদ্দিন অপু ও আব্দুর রহিম রাসেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত