শ্রীমঙ্গল প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৩২

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

৬৫ শতাংশ পদন্নোতি কোটা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখা আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহিমা বেগম।

এ সময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক কল্যান দেব, শ্রীমঙ্গল সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রনবেশ চৌধুরী, গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, উত্তর জিলাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার দেবনাথ, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক রাজন চক্রবর্তী প্রমুখ। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় মৌলভীবাজার জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৮৩ জনকে প্রধান শিক্ষক পদে দায়িত্ব প্রদান করা হলেও শ্রীমঙ্গল উপজেলার ৩৫ জন শিক্ষক পদোন্নতি বঞ্চিত হয়েছেন। উপজেলা শিক্ষা অফিস শূন্য পদের সঠিক হিসাবের গড়মিলের কারণে মাত্র ১১ জনকে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়। এ কারণে বঞ্চিত হওয়া শিক্ষকদের মাঝে হতাশা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করলেও এখনও এর কোন প্রতিফলন পাওয়া যায়নি।

এজন্য পদোন্নতি বঞ্চিত সহকারী শিক্ষক ও সাধারণ শিক্ষকরা কঠোর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থা নিরসনে শিক্ষকরা ১০ দফা প্রস্তাব পেশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত