সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৪

‘৫ দিনের দুর্গাপূজায় একদিন বন্ধ কোনভাবেই যুক্তিসঙ্গত নয়’

পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজায় একদিন বন্ধ কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। পূজার বন্ধ বৃদ্ধি করতে সরকারের প্রতি জোর দাবি জানাই। এবারের শারদীয় দুর্গাপূজা সকলের সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পালনের আহ্বান জানানো হচ্ছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় চৌহাট্টাস্থ ভোলানন্দগিরী আশ্রমে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভায় বক্তারা এ কথাগুলো বলেন।

পূজা পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট এড. নিরঞ্জন কুমার দের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এবং মহানগর যুগ্ম সম্পাদক চন্দন দাশের যৌথ পরিচালনায় সভায় গীতা পাঠ করেন প্রতাপ তালুকদার, শোক প্রস্তাব পাঠ করেন চিত্রশিল্পী ভানুলাল দাস।

মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিনিধি সভায় সিলেট জেলার প্রতিটি উপজেলা নেতৃবৃন্দ, মহানগর ওয়ার্ড কমিটি ও সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে শারদীয় দুর্গোৎসব বাঙালীর একটি অন্যতম উৎসব হিসাবে পালিত হচ্ছে। দুর্গোৎসবের আনন্দ সকলে মিলে উদযাপন করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহান মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করছে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশের শান্তি বিনষ্টের চেষ্টা করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদের মোকাবেলা করতে হবে।

সভায় ১৩ সদস্য বিশিষ্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনিটরিং সেল গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস, শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, মহানগর উপদেষ্টা বিনিত কুমার চক্রবর্তী, এডভোকেট কিশোর কুমার কর, জেলা উপদেষ্টা প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়, সিলেট সিটি নবনির্বাচিত কাউন্সিলর বিক্রম কর সম্রাট, পূজা পরিষদ কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ কেন্দ্রীয় সদস্য মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, ট্রাইবেল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ধানেশ সাংমা, মহানগর পূজা পরিষদ সভাপতি সুব্রত দেব, মহানগর কমিটির সিনিয়র সদস্য রাজনীতিবিদ তপন মিত্র, জেলা শাখার সহসভাপতি সুবল পাল, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিনিয়র সদস্য এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, মহানগর সহসভাপতি নির্মল সিনহা, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, মহানগর যুগ্ম সম্পাদক দেবব্রত চৌধুরী চৌধুরী লিটন, জেলা কমিটির নেতা মানিক লাল দে, শৈলেন কর, রথিন্দ্র দাস ভক্ত, নিলেন্দু ভূষণ দে অনুপ, লিটন পাল, জেলা শাখার সদস্য এড. সুজিত বৈদ্য, সহমহিলা সম্পাদক মাধুরী গুন, মহানগর সহমহিলা সম্পাদক শিল্পী রানী পুরকায়স্থ, জেলা সহদপ্তর সম্পাদক অপূর্ব পাল, বিশ্বনাথ উপজেলা সভাপতি অজিত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য, জেলা উপদেষ্টা দিলীপ কুমার নন্দী, জেলা সদস্য রমেন্দ্র মহাপাত্র, কোম্পানীগঞ্জ সভাপতি নরেশ দাস, গোলাপগঞ্জ সভাপতি নৃপেন্দ্র দেবনাথ, সদস্য বিধু ভূষণ চনচল, সহসাংস্কৃতিক সম্পাদক শংকর দাস শংকু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জকিগঞ্জ শাখার সহসভাপতি পাচু মোহন বিশ্বাস, ওসমানীনগর শাখার সাধারণ সম্পাদক ডি.কে জয়ন্ত, গোয়াইনঘাট শাখার সদস্য সচিব সুলাল দেব, বালাগঞ্জ শাখার সভাপতি রজত কান্তি দাস ভূলন, জেলা শাখার শিক্ষা ও গণসংযোগ সম্পাদক সুজন তালুকদার, সদস্য সতেন্দ্র কুমার দেব, সদস্য অধ্যাপক ঋষিকেশ ধর, মহানগর শাখার সহকোষাধ্যক্ষ উত্তম ঘোষ, কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক ভজন লাল দাস, প্রহল্লাদ দেবনাথ, চন্দনটিলা শাখার সাধারণ সম্পাদক মিলন উরাং, উত্তম চন্দ, মহানগর সদস্য সুদীপ বৈদ্য, রবি পাল, যতরপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক অরুপ রায়, বাগবাড়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু রায় হিমেল, অসীম রঞ্জন তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত