সুনামগঞ্জ প্রতিনিধি

১১ জুলাই, ২০১৫ ১১:৩৯

সাড়ে চার লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে এসব জাল পোড়ানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দীপঙ্কর চাকমা ও আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

এর আগে, সুরমা নদী জলমহালে অভিযান চালিয়ে অবৈধ পাঁচটি কোনা জাল ও পাঁচটি কারেন্ট জাল আটক করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটক অবৈধ জালের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত