শ্রীমঙ্গল প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৫৯

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লার স্তূপ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার সামনে পৌরসভার ময়লার স্তূপ সরানোর দাবিতে শ্রীমঙ্গল পৌরসভার সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভার সামনে ময়লার স্তূপ সরানোর দাবিতে আন্দোলনরত সংগঠনের আহবায়ক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সমাজকর্মী মো. তহিরুল ইসলামের মিলনের সঞ্চালনায় এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, জাসদের সভাপতি এলেমান কবীর, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষার্থী উচ্ছাস কান্তি দাশ, কান্তী ধর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজের সামনে ময়লা আবর্জনা বন্ধ না হলে ১ অক্টোবর থেকে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

অবস্থান কর্মসূচি শেষে পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল করিমের নিকট স্মারকলিপি তুলে দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত