বানিয়াচং প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩৫

শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বানিয়াচংয়ে মানববন্ধন

বানিয়াচং উপজেলার পৈলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহ আহমেদের ওপর শ্রেণিকক্ষে ঢুকে বর্বরোচিত হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বানিয়াচং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাঁড়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী রহমানের সভাপতিত্বে ও তোপখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল করিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানি, পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন খান, সাংবাদিক মখলিছ মিয়া, শিক্ষক নাদির বখত সোহেলী, দিপু রাণী সরকার, মনোয়ারা খাতুন, সাধনা রানী সূত্রধর, আবু সালেহ, মনিরুল ইসলাম, খুর্শেদ আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিক্ষক শাহ আহমেদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

মানববন্ধনে বানিয়াচং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে বর্বরোচিত হামলার প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার বিদ্যালয়ের গাছ কাটা নিয়ে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের দুই ছেলে এহিয়া ও আমিনুল বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় শিক্ষক শাহ আহমেদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন শাহ আহমেদ। ওই দিনই শিক্ষক শাহ আহমেদ এহিয়া ও আমিনুলকে আসামি করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি এফআইআর হলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার না করায় এই মানববন্ধন পালন করেন বানিয়াচংয়ের সর্বস্তরের শিক্ষকবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত