গোলাপগঞ্জ প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২২:২৬

আদর্শ নাগরিক গড়তে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম: শিক্ষামন্ত্রী

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধে জ্ঞান অর্জন করতে হবে। একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা আরাবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি খুবই আন্তরিক বলে মাদ্রাসার শিক্ষার্থীরা আজ কোন দিকে পিছিয়ে নেই। তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। মাদ্রাসায় পড়া লেখা করে তারা দেশ বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করছে। মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়া লেখা করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে শিক্ষা নিলে সৎ অফিসার সৃষ্টি হবে। এছাড়া নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চানায় আরো বক্তব্য রাখেন কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল কাদির, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, মাদ্রাসা সুপার মাওলানা কামাল আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য আলি হোসেন।

এতে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি।

এছাড়াও উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত