সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৩০

বাংলাদেশকে উন্নত করতে নৌকার বিজয় নিশ্চিত করুন: মাহমুদ উস সামাদ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কওমি মাদরাসার সনদের বিল জাতীয় সংসদে পাস করানোর মাধ্যমে ধর্মীয় শিক্ষার মূল্যায়ন করেছেন। এর ফলে লাখ লাখ শিক্ষার্থীর দেশে চাকুরী করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার দেশের আর্ত সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করায় দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে আগামীতেও নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে হবে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের চৌধুরীবাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকার সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল হকের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির খান, পংকি মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিলেট জেলা সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ মেম্বার, হিরা মিয়া মেম্বার, হারুনুর রশিদ হিরণ, ফয়জুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামীম আহমদ, উপজেলা যুবলীগ নেতা মনসুর আহমদ, নন্দন চন্দ্র পাল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি হোসেন আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রাজিব দাশ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইরান মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসন আলী, সাধারণ সম্পাদক আলী আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক আলমাছ উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিছবা উদ্দিন টুনু, সাধারণ সম্পাদক মাতাব মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজিব আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিক উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর দত্ত, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানর মিয়া, সাধারণ সম্পাদক সমছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ, মঈন উদ্দিন, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শুয়েবুর রহমান, সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত