বানিয়াচং প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৫৬

বানিয়াচংয়ে দুপ্রক এর শিক্ষা উপকরণ বিতরণ

বানিয়াচংয়ে সততা সংঘের সদস্যদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১০টি মাধ্যমিক স্কুলের ১১০ জন সততা সংঘের সদস্যদের মধ্যে স্কুল ব্যাগ, স্কেল ও খাতা প্রদান করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্যও পাঠ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মেধাবিকাশ স্কুল মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়ের সভাপতিত্বে ও শিক্ষার্থী সুলতানা আজিজ সামিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ আতাউর রহমান।

বক্তৃতা করেন দুদক সহকারী পরিচালক মো. এরশাদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, অধ্যক্ষ মোবাশ্বির আহমদ, প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সুলতান আলী, দিপু রানী সরকার, মোহাম্মদ বায়োজিত, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত