গোলাপগঞ্জ প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৪৪

নারী শিক্ষা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে: গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নারী শিক্ষা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে। এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও উচ্চ শিক্ষা অর্জন করছে। আগে সবাই মেয়েদের স্কুলে যেতে দিতেননা। তবে এখন সকল শিশুকে স্কুলে নিয়ে আসা এবং জেন্ডার সমতা শিক্ষাক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অর্জন। এছাড়াও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজের তিন কোটি টাকা ব্যায়ে নির্মিত নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জহির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরো বলেন, এমপি বলেন, আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করে তুলতে হবে। এজন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অধিকতর জোর দেয়া হচ্ছে। শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

তিনি আরো বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি তাদেরকে নৈতিক মূল্য বোধ সম্পন্ন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের তরুণেরা মেধার দিক থেকে কোনো অংশে কম নয়। এজন্য তাদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, আব্দুল আলীম বাবলু প্রমুখ।

শিক্ষামন্ত্রী ভাদেশ্বর মকবুল হোসেন আইডিয়াল একাডেমিতে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মিত নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এক কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে দুটি নতুন একাডেমীক চারতলা ভিত বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত