ছাতক প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:২৬

ছাতকে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন সম্পন্ন

রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনে সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে ছাতকে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার' এর সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আফরোজ আলীর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার' এর কার্যকরী সদস্য হাফিজ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে ফ্রি রক্তের গ্রুপ ক্যাম্পেইন উদ্বোধন করেন হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার' এর উপদেষ্টা ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ।

বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম কিরণ, হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ারে উপদেষ্টা মঞ্জুর আলম।

সাবিক সহযোগিতায় স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা'র সদস্য অভিজিৎ রায়, লোকমান আহমদ, জুনেদ আহমদ, রুবেল আহমদ, ব্লাড ডোনেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা শ্রী সুমন দাশ, সাধারণ সম্পাদক আবু বকর, রক্তাঙ্গন সিলেটের প্রতিষ্ঠাতা এইচ, এন ইমরান, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য আলিম আরিয়ান।

এসময় উপস্থিত ছিলেন হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার এর কার্যকরী সদস্য জুনেদ আহমদ, উজ্জ্বল দত্ত, সাব্বির আহমদ ইমন, শিমুল আহমদ, মিতা নুর, আকলিমা কাদির, নজির আহমেদ, মুহিবুল ইসলাম রেজা, মাহবুব আলম নোমান, উজ্জ্বল হোসেন, সাজেদ আহমদ তাছিম, মুজ্জামিল আহমদ, আরিয়ান দাস সৈকত, অমিত মালাকার, প্রীতম মালাকার, নাহিয়ানুল ইসলাম মিনার, ঝিনুক তরফদার, আহবাব হোসেন সানি, জাকারিয়া আলী, সালমান ওয়াহিদ, এহসানুল করিম রাজন, রমজানুল হক, জাবেদ আহমদ, তানভীর আহমদ, আব্দুল কাইয়ুম অপু, সেলিম আহমেদ, লায়েক মিয়া, ফজলুল হক, মাহবুবুল হাসান, জাকারিয়া আলী, জসিম উদ্দিন, হাফিজুর রহমান প্রমুখ।

এসময় বিনামূল্যে ১৬৫০ জন শিক্ষার্থীদেরকে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।

বক্তারা বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তদানে হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার' নিরলসভাবে কাজ করছেন। তারা নিজের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে। তাদের এ কাজ সত্যি প্রশংসার দাবি রাখে।

আপনার মন্তব্য

আলোচিত