শ্রীমঙ্গল প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০১৮ ১৫:৪৪

টানা তিনদিন ধরে কর্মবিরতিতে শ্রীমঙ্গলের মিটার রিডাররা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনদিন ধরে কর্মবিরতি পালন করছে মিটার রিডার কাম মেসেঞ্জারকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে গিয়ে দেখা যায় মিটার রিডার কাম মেসেঞ্জারকর্মীরা একসাথে বসে বিভিন্ন ধরণের স্লোগান দিচ্ছেন।

এ সময় তারা অভিযোগ করে বলেন, তারা মঙ্গলবার থেকে টানা তিনদিন ধরে কর্মবিরতি পালন করলেও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তাদের দাবি মেনে নেয় নি। তাছাড়া বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা এসে তাদের কর্মবিরতি তুলে নিতে বলেন, নয়তো পুলিশ এনে তাদেরকে মারধর করে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন।

মিটার রিডার কাম মেসেঞ্জার আমিরুল ইসলাম বলেন, আমরা আমাদের নায্য অধিকার আদায়ের জন্য কর্মবিরতি করছি। আমাদের দিয়ে আগে মিটার রিডার অথবা মেসেঞ্জার যেকোন একটি পোস্টে কাজ করানো হতো। কিন্তু বর্তমানে দুটি পোস্ট মিলিয়ে একসাথে করায় কাজের চাপ অনেক বেশী হয়ে গেছে। এখন দুজনের কাজ একজন করতে হচ্ছে। সময়মত কাজ করতে না পারলে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। এখন আমাদের দাবি যতদিন মেনে না হওয়া হবে আমাদের কর্মবিরতি চলবে।

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক শিবুলাল বসুর মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় নি।

আপনার মন্তব্য

আলোচিত