সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৮ ২১:২৯

শারদীয় দুর্গোৎসবে নাট্যম বিদ্যালয়ের অকাল বোধন মঞ্চস্থ

সিলেট নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন ও আশ্রমে প্রতি বছরের মতো এবারো শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব এর আয়োজন করা হয়েছে। ষষ্টি, সপ্তমী, অষ্টমী যথারীতি পূজা অর্চনার পর বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মহানবমীর পূজাও অত্যন্ত সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।

মহানবমী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্যম সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ও অধ্যক্ষ নিপা ভট্টাচার্যের পরিচালনায়, গীতি নৃত্যনাট্য ‘অকাল বোধন’ মঞ্চস্থ হয়। গীতি নৃত্যনাট্য অনুষ্ঠানটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তম মহারাজ, শ্রীমৎ স্বামী রাম মহারাজ অনুষ্ঠানটি উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন।

গীতি নৃত্যনাট্যের বিভিন্ন চরিত্রে অংশ গ্রহণ করেন পল্লবী চক্রবর্তী, অপু বনিক, সজয় দাস, সুস্মিতা দাস, অনিক দাস, অনন্যা ভট্টাচার্য স্নেহা, পুষ্পিতা চক্রবর্তী, পারমিতা চক্রবর্তী, অঞ্জনা চক্রবর্তী, শুভজিত প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রোটারিয়ান বিধু ভূষণ চক্রবর্তী।

আপনার মন্তব্য

আলোচিত