নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৮ ০২:৪৪

কাজীরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল হাবীবুর রহমান আর নেই

সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।

কাজীরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

মাওলানা হাবীবুর রহমানের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঘনশ্যাম গ্রামে।

মাওলানা শাহ মমশাদ আহমদ জানান, প্রিন্সিপাল হাবীবুর রহমান গত মঙ্গলবার ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি মাদ্রাসায়ও যান। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে দ্রুত নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে হাবীবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।

শোকবার্তায় তারা বলেন, হাবীবুর রহমানের মৃত্যুতে জাতি একজন জ্ঞানবান আলেমকে হারালো। তার মৃত্যুতে দেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতির নেতৃত্বে অপূরণীয় ক্ষতি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত