বালাগঞ্জ প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৮ ১৯:৩১

বালাগঞ্জে মৎস্য দপ্তরের অভিযানে ৪০০ মিটার জাল অপসারণ

সিলেটের বালাগঞ্জে নদী বা খালের গতিরোধ করে মাছ ধরায় উপজেলা মৎস্য দপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এক অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রিফাতপুর ও আদিত্যপুর এলাকায় ওই অভিযানটি চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মৎস্য রক্ষা আইন-১৯৫০ মোতাবেক ৪০০ মিটার আয়তনের বড় একটি জাল অপসারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, মুক্তাদির নাজির হোসেন, ফিল্ড সহকারী শেখ আবু নাহিদ, লিফ আশিকুর রহমান, শুভ রায় প্রমুখ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত