বিয়ানীবাজার প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৮ ২০:২০

ট্রাফিক নিয়ন্ত্রণে পৌর মেয়র

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে চলছে সংস্কার কাজ। রাস্তা সংস্কার কাজের জন্য যানজটে নাকাল পৌরবাসীর দুর্ভোগ দেখে পৌর মেয়র নিজেই নেমে যান ট্রাফিক নিয়ন্ত্রণে।

সোমবার (২২ অক্টোবর) বিকেলে তীব্র যানজটে বিপাকে পড়েন মানুষজন। সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরকে পৌরশহরের কলেজ রোডে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়েন মেয়র।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, পৌর মেয়র আব্দুস শুকুরকে কলেজ রোডের যানজট নিরসনে বিরামহীনভাবে হাত নেড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। এসময় তাকে রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ সবধরনের গাড়ির চালকদেরকে কলেজ রোড ও টিএন্ডটি রোড দিয়ে শৃঙ্খলাবদ্ধ ভাবে যাওয়ার পরামর্শ দিতেও দেখা যায়।

এ ব্যাপারে পৌর মেয়র মো. আব্দুস শুকুর বলেন, পৌরশহরের প্রমথ নাথ রোড়ে সংস্কার কাজ পরিদর্শনে গিয়েছিলাম। তখন দেখতে পাই সেখানে তীব্র যানজট লেগে আছে। এ রোডে কোন ট্রাফিক পুলিশ সদস্য না থাকায় এবং যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আমি নিজেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করি।

আপনার মন্তব্য

আলোচিত