কুলাউড়া প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৮ ২০:৫৪

কুলাউড়ায় চার দিনব্যাপী জরায়ু ও স্তন ক্যান্সার নির্ণয় ক্যাম্প

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে চার দিনব্যাপী জরায়ু ও স্তন ক্যান্সার নির্ণয় ক্যাম্প শুরু হয়েছে। রোববার (৪ নভেম্বর) থেকে বুধবার (৭ নভেম্বর) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কাইয়ূমা খানমের তত্ত্বাবধানে ৪ সদস্যের (নারী) প্রতিনিধি দল জরায়ু ও স্তন ক্যান্সার নির্ণয় পরীক্ষার দায়িত্ব পালন করবেন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৩৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীরা বিনামূল্যে স্তন ও জরায়ু ক্যান্সার নির্ণয়ে পরীক্ষা করাতে পারবেন। সেবা প্রত্যাশী নারীরা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসতে হবে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক জানান, বিনামূল্যে স্তন ও জরায়ু ক্যান্সার নির্ণয় কার্যক্রমে ঢাকা থেকে আসা চিকিৎসক ও তাঁর সহযোগী দলের সাথে আমাদের উপেজলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারি ও কমিউনিটি হেলথ প্রোভাইডাররা সহযোগিতা করছেন। এই কার্যক্রমে উপজেলার সহস্রাধিক নারী বিনামূল্যে এ সেবা গ্রহণ করতে পারেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত