শ্রীমঙ্গল প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৮ ২২:৫৪

শ্রীমঙ্গলে পানসী রেস্টুরেন্টসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পানসী রেস্টুরেন্টসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৮ হাজার ২ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় পৃথক পৃথক অভিযানে এ পরিমাণ টাকা জরিমানা করা হয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।

জরিমানা প্রদান করা প্রতিষ্ঠানগুলো হলো, পানসী রেস্টুরেন্ট (১৫ হাজার) মেসার্স রাহি এন্টারপ্রাইজকে (২ হাজার) , মহিউদ্দিনের মাছের দোকান (৫ শত) ও লোকোচ মিয়ার মুরগির দোকান (৭ শত) টাকা।

এ বিষয়ে মো. আল আমিন জানান, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান চালিয়ে ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখা, একই খাঁচায় দেশী মুরগি ও পাকিস্তানী মুরগি রেখে বিক্রয় করা, বিস্ফোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল প্রতিষ্ঠানে মোট ১৮ হাজার ২ শত  টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা কালে শ্রীমঙ্গল থানা পুলিশ তাদের সহযোগিতা করে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত