নিউজ ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৫ ২৩:৩৬

সিলেটে বাস ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা করল অবরোধকারীরা

সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা গ্রীণলাইন পরিবহনের দুটি বাস ভাঙচুর করে আগুন দিতে চেষ্টা করে অবরোধের সমর্থকেরা। উদ্ভূত ঘটনায় পুলিশ গুলি ছুড়লে সন্ত্রাসিরা পালিয়ে যেতে সমর্থ হয়। 

পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এবং ঘটনায় কেউ হতাহত হয় নি। 

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর হুমায়ুন রশীদ চত্বরে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী গ্রীণলাইন বাসের কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
 
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল সংবাদমাধ্যমকে জানান- হুমায়ুন রশীদ চত্বরে তিনিসহ পুলিশের ফোর্স দায়িত্ব পালন করছিল। এর মধ্যে হঠাৎ কয়েকজন এসে গ্রীণলাইনের কাউন্টারের সামনে রাখা দুটি বাস ভাংচুর শুরু করে। পাশাপাশি তারা অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি করে। এ অবস্থায় অবরোধ সমর্থকরা পালিয়ে যায়।
 

আপনার মন্তব্য

আলোচিত