নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০১৮ ১৫:০৩

যুদ্ধাপরাধীর সন্তানদের মনোনয়ন না দেয়ার দাবিতে সিলেটে মানববন্ধন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭১ এর মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীর সন্তান ও পারিবারিক সদস্যদের মনোনয়ন না দেয়াসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড।

শনিবার (১০ নভেম্বর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সহ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি জানান, কোন অবস্থায়ই স্বাধীনতা বিরোধীদের সন্তান বা পরিবারের কাউকে আসন্ন নির্বাচনে মনোনয়ন না দেয়ার।

একই সাথে ৩০শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার পাশাপাশি জামাত শিবির ও স্বাধীনতা বিরোধীদের সন্তান প্রজন্ম যারা সরকারি চাকরিতে বহাল আছে তাদের তালিকা করে বরখাস্ত করারও দাবি জানানো হয়।

জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠান সমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সহ ১১ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ এর আহবায়ক আব্দুল খালিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত