গোয়াইনঘাট প্রতিনিধি

১০ নভেম্বর, ২০১৮ ১৮:৩৮

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির রাজনীতির সাথে জড়িত একাধিক নেতাকর্মী রয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল জলিল, অফিসার (তদন্ত) হিল্লোল রায়সহ সকল অফিসারের সমন্বয়ে পরিচালিত অভিযানে বিভিন্ন স্থান হতে তােদর গ্রেপ্তার করা হয়।

অভিযানে ধৃতরা হলেন, ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল ৮ম খন্ড গ্রামের আবু হানিফের ছেলে আউয়াল মিয়া, একই গ্রামের মৃত সামসুল হকের ছেলে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস শহিদ, পুর্ব জাফলং ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহবায়ক মাসুদুল আলম রানা (মাসুদ রানা), নয়াবস্তি গ্রামের নুরু মিয়ার ছেলে শহীদুল ইসলাম, একই গ্রামের মৃত আলী হায়দারের ছেলে মোঃ হানিফ, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের গোয়াইন গ্রামের মৃত ছাদ উল্লাহ মাষ্টারের ছেলে জাহাঙ্গীর আলম, ছাতার গ্রামের আব্দুর রহমানের ছেলে মুহিবুর রহমান ময়ফুল, ৫নং আলীরগাও ইউনিয়নের পাচ পাড়া মহিপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে ৩নং ওর্য়াডের সদস্য বিএনপিনেতা আব্দুস শুকুর, ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল ৮ম খন্ড গ্রামের মৃত হাছেন আলী মুন্সির ছেলে সুজন মিয়া, সুনাগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার টেংরাটিলা এলাকার মুহিবুর রহমানের ছেলে আব্দুল মালেক, একই জেলার শাল্লা উপজেলার রাহুতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুয়েল আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলার বল্লবপুর গ্রামের চিনু মিয়ার ছেলে জালাল উদ্দিন, একই গ্রামের কাশেম মিয়ার ছেলে রমজান আলী, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে আবুল কালাম, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম ।

পুলিশ সুত্রে জানা যায়, বিভিন্ন স্থানের ধৃত এসব ব্যক্তিবর্গকে বিভিন্ন মামলায় অর্ন্তভুক্তি করে আদালতে চালান দেয়া হয়েছে।

এব্যাপারে কথা হলে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল জানান,জনগণের জানমালের নিরাপত্তায় সরকারের পুলিশ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ধৃত এসব ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত