কোম্পানীগঞ্জ প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৮ ২১:১৯

শাহ আরেফিন টিলা ধসে আবার শ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় ধসে আবার শ্রমিক মারা গেছেন। অবৈধভাবে পাথর উত্তোলনকালে রোববার বিকেলে ওই টিলা ধসে এক শ্রমিক মারা যান। তবে নিহতের নাম জানা যায়নি।

বিকাল সাড়ে ৪ টায় জালিয়ার পাড় গ্রামের আব্দুল গনির পুত্র ইছমাইল আলী, ইব্রাহিম আলী ও মৃত আব্দুল আলীর ছেলে হুসিয়ার আলীর গর্তে এ ঘটনা ঘটে।

এরআগ গতবছরের ২৩ জানুয়ারি এই শাহ আরেফিন টিলা ধসেই ৫ জন, ১ ও ১১ ফেব্রুয়ারি একই টিলা ধসে ২ জন, ২ ও ৬ মার্চ, ২০ জুলাই এবং ২৬ অক্টোবর আরো ৪ জন মারা যান।

বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার নিহত শ্রমিক নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা।

জানা যায়, গর্তে কাজ করা অবস্থায় এক পর্যায়ে বিকাল সাড়ে ৪ টায় গর্তের পাড় ধ্বসে মাটির নিচে চাপা পড়েন। এতে সাথে সাথে তার মৃত্যু হয়্।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে তিনি সেখানে যান। গিয়ে লাশ উদ্ধার করে  সুরতহাল রিপোর্টের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে এবং গর্তের মালিকের নামে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত