কোম্পানীগঞ্জ প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৮ ২৩:৪১

মনোনয়ন ফরম জমা দিলেন শাহজাহান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের সহকারী পিপি এডভোকেট শাহজাহান চৌধুরী।

শনিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহের পর এদিনই বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন বলে তিনি নিশ্চিত করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় উপস্থিত ছিলেন তাঁর নির্বাচনী এলাকার তৃণমূল  উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান প্রসঙ্গে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটবাসীর আগ্রহে প্রার্থী হয়েছি আমার রাজনীতির আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেত্রী শেখ হাসিনা এবং দল আওয়ামী লীগ, প্রতীক নৌকা- এর বাইরে আমার কোন পরিচয় বা প্রচারণা নেই। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমি সবাইকে সঙ্গে নিয়েই নৌকার বিজয় ছিনিয়ে আনব। আর নেত্রী যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দেন আমি তার হয়েই কাজ করব। আমি নৌকার লোক, মাঝি যেই হোক আমি তার নৌকাতেই উঠবো। আমি মনোনয়ন পেলে নেত্রীর আস্থা অটুট রেখে সিলেট ৪ আসনে জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব।'

আপনার মন্তব্য

আলোচিত