গোয়াইনঘাট প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০১৮ ১৮:১৪

গোয়াইনঘাটে গ্রাম আদালত সম্পর্কিত সভা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট গ্রাম আদালত সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান সমূহকে গ্রাম আদালত সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় অবহিতকরণ সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকারের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু,রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর রহমান, গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর মো. শহিদুর রহমান গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত